
শ্রাবণভাষা
ঝাপসা হয়ে আসছে চোখ, তোমাকে কীভাবে বলি
তোমার দিকেই আমি ক্রমশ শ্রাবণ!
শব্দে শব্দে মেঘ করে আসে...
ভিজে মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে
একবুক শ্বাস
আমার প্রেমের মত ওঠে নামে, শান্ত সোঁদা মাটির ভাষায়
২.
আকাশে কান্নার মুখ ভার
নিচু মেঘ জানে না সে কীভাবে আষাঢ়
যেমন আমার মন
যেমন তোমার মন
ভীষণ একাকী...
আকাশে কান্নার মুখ ভার
৩.
যাব না কোথাও, এই শহরে মেঘের তাবু থেকে...
বলব না আমাকে নাও
আলো যত কমে আসে, আমারও বয়স ক্লান্ত হয়
এস তুমি আমাকে ভেজাও
অনেক মৃত্যুর গল্পে পুনরুজ্জীবনের কথা থাকে
শ্রাবণ, ভাসাও
বৃষ্টির ফোঁটা নিচে বুড়ো পাতা শেষ কয়েকদিন
যেমন ছটফট করতে থাকে
* হিন্দোল ভট্টাচার্য : কবি। সহসম্পাদক--থিয়েটার ম্যাগাজিন স্যাস,কোলকাতা। জন্ম ১৯৭৭।
No comments:
Post a Comment