Thursday, July 15, 2010

ঋষিকাপত্র. ১















শ্রাবণের কবিতা

ঋষিকাপত্র


সাহিত্যপত্র।
সংখ্যা : এক। শ্রাবণ ১, ১৪১৭ বঙ্গাব্দ।
সম্পাদক : মৌসুমী কাদের।
প্রকাশক : কুলদা রায়।


..........................................................
ফেসবুকে ঋষিকাপত্রের লিংক
..........................................................










সম্পাদকীয়

আজ বৃষ্টি ঝরছে। শুনছি, শাওনগগণে ঘোর ঘনঘটা। কণিকা কিন্নর কণ্ঠে গাইছেন। রাত্রি নয়--নিশীথ নেমে এসেছে। বজ্রবিদ্যুতের মধ্যে দিয়ে রাধা চলেছেন বনপথে। গাছপালা লটিয়ে আছে। প্রবল হাওয়ায় যমুনা ফুঁসে উঠেছে। কোথাও বাজছে বাঁশি। আর ঝরছে যুথিগন্ধ বৃষ্টি।
এই ছবিটি আমার শ্রাবণের। তবু শ্রাবণদিন চলে যায়। কেবল তার ছায়া পড়ে থাকে মনে--বনে।

এরকম শ্রাবণ নিয়ে কবিতা লিখেছেন ছয়জন কবি। প্রতিটি কবিতায়ই ভীন্নস্বর বাজে। শব্দের গায়ে মেঘ জমে। বৃষ্টি নামে।

আসুন, কবিতাশ্রাবণে ভিজি।


সূচিপত্র :

১. খোন্দকার আশরাফ হোসেন : ঘোর বর্ষা
২. ওবায়েদ আকাশ : ধীরেন্দ্র আর ভুশার নস্টালজিয়া, মুখর এলাহি কাল
৩. আবু সাঈদ ওবায়দুল্লাহ : ছাতার নিচে-এক, ছাতার নিচে- দুই
৪. সুব্রত অগাস্টিন গোমেজ : বৈরিক পত্রাবলি
৫. হিন্দোল ভট্টাচার্য : শ্রাবণভাষা
৬. তুষার গায়েন : মেঘ ঈশান নৈঋতকোণে

No comments:

Post a Comment