
ছাতার নিচে--এক
হাত ধরে আছি বাঁশপাতা কাপড়ের গম্বুজে
ধুম করে ঢুকে যাচ্ছে জলমর্মর পিচ্ছিল মাটিদেশ
নামছে মেঘপতনের আলো - আকাশের বিষ্ময়!
গুঁড়ি গুঁড়ি এই প্রীতিখণ্ড
বাতাস ধরে উঠছে কোন হিমালয়ে!
কালো মহিষের বেশে দৌড়াচ্ছে মানুষের ছায়া
পেছনে জড়ানো এই গ্রামদেশ কার বার্তা পাঠায়
কাকে জানায় অপহরণের ঘটনা?
নির্বিবাদী জলআক্রমণে শেষ হয় পাথরকুড়ানোর আশা
আর দূরে যাওয়ার যাতনা গলে যায়
এই ব্যাকুল মহিলার মৌসুমে।
নুয়ে আছি ছেলেদের লালবলে-
ভিজে যাওয়া গোলপোস্ট ধু ধু মাঠে,
নিজেকে হারাই- গোলাকার নিরাকার কক্ষপথে।
১২/০৭/২০১০
ছাতার নিচে-- দুই
ভাষার ব্যবহার ছোট হয়ে যায়
শরীরে জমে জলপাখি মেঘের পিঞ্জর
আসে প্রস্তরযুগ শিকারির ইশারা
দখল করছে কেউ
এই ব্রীজ পারাপার লেবুপাতার সংসার।
তরল পতনে নিজের পায়ে দাঁড়ানো দায়!
ধান দুর্বা ধুলি যাই দিই
আজ শুধু বিবতর্নের প্রাণ ছাড়া কিছুই নাই।
যদি সংশয়ে থাকো
তাহলে ছাতার ভেতরে আসো,
দেখে যাও নীলসবুজ সময়ের কামিজে
নীড়হারাদের ঠিকানা।
প্রতীক্ষার পালন শেষে জেগে উঠেছে মুহূর্ত
বৃষ্টি বৃষ্টি শাদা-সন্ত পায়রার দল দেবদূত
উড়ছে বাস স্টপ রেলের কামরায়।
নিহত সিপাহিদের দল
কালো কাপড়ে ঢেকে যায় রক্তপিপাসা।
১২/০৭/২০১০
কবি পরিচিতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ : কবি। শিক্ষক। অস্ট্রেলিয়ায় বসবাসরত। জন্ম : ১৯৬৫।
No comments:
Post a Comment