Thursday, July 15, 2010

সুব্রত অগাস্টিন গোমেজের কবিতা








বৈরিক পত্রাবলি


(আমানউল্লাহ্, সোদরেষু)

বিষয় : Òবৃষ্টিÓ তথা তস্য উপমেয়

With beaded bubbles winking at the brim… (Keats)

প্রাক্কথন :
একদা আমানউল্লাহ্ 'বৃষ্টি' এই কথা উচ্চারিবামাত্র আমরা, অর্থাৎ বিষ্ণু বিশ্বাস, রতন দস্তিদার, সুরজিৎ দত্ত আর আমি এককাট্টা ভিজিবার উপক্রম করিতেই চণ্ডষণ্ডবৎ দৌড়িয়া আসিয়া যজ্ঞ পণ্ড করিল লুপিস...

ফুলচন্দন পড়ুক তোমার মুখে,
শিল্পী আমান! পৃথিবীর সব কবি
এ-উৎপ্রেক্ষা নিতই গোপনে টুকে :
বৃষ্টি - বৃষ্টি - বৃষ্টি - বৃষ্টি - অবি-
সংবাদী সুর, চরম - পরম ছবি!

শোণিতে মুক্তধারার মুক্তি-স্নান,
দেউলে-- দেউলে হঠাৎ আরতি-ধ্বনি!
হৃদয়ের মেঘ ঝঞ্ঝায় বেপমান,
ঊনপঞ্চাশ বাতাস ছত্রখান,
অকালবোধনে চরাচরে সিম্ফনি -

একটি পলকে ঢুকে গেল বারো মাস:
রমণীরও চেয়ে রমণীয় এই মণি!
এরই লাগি আমি ছেড়েছি হিরের খনি -
শির-দরিয়ার তলে - এই নটিলাস!
নাভির গভীরে জমাট নাভিশ্বাস!

Envoy :

আমান!
- জি?
শুনলাম ইদানীং ভালোই কামান?
- জি?
তাহলে চলুন ভিজি-
- আজ্ঞে
ওসব কি আর আছে মোদের ভাগ্যে...

(1991)



* কবি পরিচিতি
সুব্রত অগাস্টিন গোমেজ : কবি, প্রাবন্ধিক, গল্পকার, অনুবাদক। অন্যতম সম্পাদক--অগ্রবীজ। অস্ট্রেলিয়ায় বসবাসরত। জন্ম ১৯৬৫।

No comments:

Post a Comment